ডাকসু নির্বাচন: আইনি পদক্ষেপ নিবেন বেনজীর

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৭

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক পদের প্রার্থী উম্মে হাবিবা বেনজীর। তিনি ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি।

২৭ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। সেখানে ভোটার তালিকায় নাম না থাকার কারণ দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হয় বামজোটের প্যানেল থেকে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীরের। 

তবে বেনজীর অভিযোগ করেছেন প্রশাসন ইচ্ছাকৃতভাবেই তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়েছে। এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি। তবে এই ঘটনায় উপাচার্য বরাবর আবেদন করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলেও জানান তিনি।