‘স্বচ্ছতার প্রশ্নে কখনো আপস নয়’
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৬
স্বচ্ছতার প্রশ্নে কখনো আপস করা হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানীর টিকাটুলিতে সেন্ট্রাল উইমেন্স কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কলেজের নানা অনিয়ম সম্পর্কে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষামন্ত্রী দীপুমনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, কলেজের নানা অনিয়ম সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যায় কিছু হলে স্বচ্ছতা ও ন্যায় বিচারের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের একটি বিরাট ঐতিহ্য রয়েছে। এর নামের সাথে বিরূপ কোনো কিছু বা অন্যায় যেন কোনোভাবে যুক্ত না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।