'শিক্ষার মান নিশ্চিতে নৈতিকতাও প্রয়োজন'

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৯

জাগরণীয়া ডেস্ক

শিক্ষার মান নিশ্চিত করতে শুধু জিপিএ ৫ নয় বরং শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১০ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) মিলনায়তনে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০১৮ এর ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন  তিনি।

মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত হলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর শিক্ষার মান নিশ্চিত করতে হলে শুধু জিপিএ-৫ হলেই হবে না, পড়ালেখার বাইরে নৈতিকতা, আত্মবিশ্বাসের মাপকাঠি দিয়ে ভারসাম্যপূর্ণ করে তুলতে হবে।

তিনি আরও বলেন,  "আমাদের শিক্ষাব্যবস্থা, জীবন-যাপন পদ্ধতি নিয়ে হীনমন্যতার কোনো কারণ নেই। আমাদের শিক্ষাব্যবস্থারও সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। শিক্ষা পদ্ধতির জন্য শুধুই পাশ্চত্যের দিকে যেন তাকিয়ে না থাকি। তবে পাশ্চাত্যের ভালো অংশটুকু গ্রহণ করতে হবে"। 

এছাড়া শিক্ষক অনুপস্থিতির বিষয়টি শিক্ষা জরিপে তুলে আনার তাগিদ দেন ডা. দীপু মনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত