০২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৬

জাগরণীয়া ডেস্ক

আগামী ০২ ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা পরীক্ষা গ্রহণ চলবে। পরীক্ষার প্রথম দিন শনিবার বাংলা (আবশ্যিক) প্রথমপত্র অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় প্রথমদিন কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে এবার পরীক্ষা নেওয়া হচ্ছে। 

শনিবার থেকে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

নিয়মিত ও অনিয়মিত মিলে এবার দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষা দেবে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। এরমধ্যে এসএসসিতে ১৭ লাখ ১০২ জন, দাখিলে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ২৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী। এবার মোট কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৪৯৭ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২টি। এছাড়াও বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন্য পরীক্ষার্থী রয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত