‘কোন শিক্ষার্থী প্রশ্নফাঁসের পিছনে দৌড়ালে গ্রেপ্তার’
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৪৬
কোন শিক্ষার্থীকে প্রশ্নফাঁসের পিছনে দৌড়াতে দেখলে তাকে গ্রেপ্তার করা হবে-বললেন র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
৩০ জানুয়ারি (বুধবার) রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তাই কোমলমতি শিক্ষার্থীদের বলছি, প্রশ্নের পিছনে আপনারা ছুটবেন না। কাউকে এ ধরণের অপপ্রয়াসে জড়িত পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। নবীন বয়সেই কারো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক আমরা চাই না। আশা করবো এ ধরনের অপকর্মে শিক্ষকরা জড়িত হবেন না।’
তিনি বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নফাঁসের নামে প্রতারণা করে টাকা নিয়ে যায়। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘প্রশ্নফাঁস রোধে ইতোমধ্যে কাজ শুরু করেছে র্যাব, দু'এক দিনের মধ্যেই যার ফলাফল দেখা যাবে। সাইবার পেট্রোলিং ও আন্ডারকভার অপারেশন চলমান রয়েছে। প্রত্যেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করছে র্যাব।’