পিআইবিতে শুরু হচ্ছে সাংবাদিকতায় মাস্টার্স কোর্স
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:০৯
অনলাইন ডেস্ক
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে দুই বছর মেয়াদী মাস্টার্স কোর্স শুরু হতে যাচ্ছে।
পিআইবির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
আগামী ১৭ ডিসেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ শিক্ষাবর্ষের প্রথম পর্বের ভর্তির আবেদন শুরু হবে। ভর্তির ক্ষেত্রে গণমাধ্যমে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ক্লাস শুরু হবে ২০১৯ সালের ২৬ জানুয়ারি।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে সাংবাদিকতায় এক বছর মেয়াদী স্নাতোকোত্তর ডিপ্লোমা কোর্স চালু আছে। তবে সাংবাদিকদের আরও মানোন্নয়নের জন্য এবার মাস্টার্স কোর্স চালু করছে পিআইবি।