ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:২২

জাগরণীয়া ডেস্ক

দাবী মেনে নেয়ায় ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্কুলের শিক্ষকদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনের মুখপাত্র আনুশকা। 

আনুশকা বলেন, ছয় দফার মধ্যে ১ ও ৫নং স্কুল আইনের বাইরে থাকায় সেগুলো স্কুল কর্তৃপক্ষের পক্ষে মানা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। তবে বাকি সব দাবি তারা নিয়েছেন। এজন্য আমরা ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে শিক্ষকদের বৈঠক চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকে নিয়ে যান শিক্ষকরা। তখন এই বৈঠকে কোনো অভিভাবকদের প্রবেশ করতে দেয়া হয়নি। অনেক অভিভাবক জোর করে প্রবেশ করার চেষ্টা করলেও কাউকেই ভেতরে ঢুকতে দেয়া হয়নি। বৈঠক শেষে বের হয়ে এক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়লেও তার কাছ থেকে কোন উত্তর খুঁজে পাননি সাংবাদিকরা।

উল্লেখ্য, অপমানের জেরে গত ৩ ডিসেম্বর (সোমবার) ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী অরিত্রী অধিকারী। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত