জরুরি বৈঠকে ভিকারুননিসার শিক্ষকরা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৪২

জাগরণীয়া ডেস্ক

জরুরি বৈঠকে বসেছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সব শাখার শিক্ষকরা।

৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা আলোচনায় বসেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ বৈঠক চলছিল।

বৈঠক সূত্রে জানা গেছে, বেইলি রোডে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে এ বৈঠক চলছে। আজিমপুর, বসুন্ধরা ও ধানমন্ডি শাখার শিক্ষকরাও বৈঠকে যোগ দেবেন। বিভিন্ন শাখা মিলে এ প্রতিষ্ঠানে আট শতাধিক শিক্ষক রয়েছেন।

গত ৩ ডিসেম্বর (সোমবার) দুপুরে অরিত্রী আত্মহননের পর মঙ্গলবার থেকে উত্তাল দেশের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত