যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহবান গণবি উপাচার্যের

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৭:১৯

জাগরণীয়া ডেস্ক

তোমরা এখন নতুন ভোটার। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে তোমরা অবশ্যই জেনে-বুঝে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবে- বললেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভিন বানু।

২ ডিসেম্বর (রবিবার) নতুন শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভিন বানু এ আহবান জানান।

দেশ ও জাতির সেবায় নতুন শিক্ষার্থীদের মনোনিবেশ করার আহবান জানিয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীন চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে। সেই সাথে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। কারণ পরিবার ও সমাজের কাছে তার দায়বদ্ধতা রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ প্রমুখ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত