মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৮, ১৪:২২

জাগরণীয়া ডেস্ক

২০১৯ সালে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির দিন ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের তালিকায় দেখে গেছে,  শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাদে মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি ছুটি রয়েছে ৮৫ দিন।

২৫ নভেম্বর (রবিবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাদের ওয়েবসাইটে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০১৯ সালের ছুটির এই তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে।

এতে বলা হয়, ২২ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা নিয়ে ২০ জুলাই ফল প্রকাশ করতে হবে। ১৪-২৯ অক্টোবর নির্বাচনী পরীক্ষা নিয়ে তার ফল ৭ নভেম্বর এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করতে বলা হয়েছে।

জেএসসি ও এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ছাড়া অন্য বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখতে হবে।

ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের বাইরে দাঁড় করিয়ে রাখা প্রসঙ্গে বলা হয়, “কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।”

বরাবারের মত নতুন বছরের ১ জানুয়ারি পাঠ্যপুস্তক দিবস উদযাপিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত