প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু রবিবার

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৮, ২১:২৮

জাগরণীয়া ডেস্ক

সারা দেশের সাত হাজার ৪১০টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। 

আগামী ১৮ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি বিষয়ের পরীক্ষায় বসবে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী। এদের মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ বছর ৩ হাজার ২৯৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট রাখা হয়েছে। 

বাংলাদেশের বাইরে বিদেশের ১২টি কেন্দ্রেও প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক সমাপনীর সূচি

ইংরেজি-১৮ নভেম্বর 
বাংলা- ১৯ নভেম্বর 
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়- ২০ নভেম্বর 
প্রাথমিক বিজ্ঞান-২২ নভেম্বর
গণিত-২৫ নভেম্বর
ধর্ম ও নৈতিক শিক্ষা-২৬ নভেম্বর

ইবতেদায়ী সমাপনীর সূচি

ইংরেজি-১৮ নভেম্বর 
বাংলা- ১৯ নভেম্বর 
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান- ২০ নভেম্বর 
আরবি-২২ নভেম্বর
গণিত-২৫ নভেম্বর
কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ-২৬ নভেম্বর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত