মেডিকেলে কলেজে সুযোগ পেয়েছে তালা ডিগ্রি কলেজের ৫ ছাত্রী
প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ২১:৩৮ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ২২:০৩
সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশের স্বনামধন্য মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার তালা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এবার দেশের স্বনামধন্য ৫টি মেডিকেলে চান্স পেয়েছেন কলেজটির পাঁচজন ছাত্রী।
গত ৪ নভেম্বর (রবিবার) কৃতি ঐ ৫ শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
তালা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান জানান, চলতি শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তালা মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী নুসরত সুলতানা নিশি চান্স পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে, ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ লাভ করেছেন ধৃতি মন্ডল, ফারিহা নওশিন নাইচ সুযোগ পেয়েছেন খুলনা মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির মধ্য দিয়ে মেডিকেলের শিক্ষার্থী হতে যাচ্ছেন রিফা তাসফিয়া জয়নব, তাসনিয়া জামান পিয়া বগুড়া আর্মি মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন।
উক্ত অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মো. আব্দুর রহমান’র সভাপতিত্বে ও উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক শহিদুল ইসলাম, সুতপা রাহা টুম্পা, আবু হাসান, এম. এম. তৌহিদুজ্জামান, অভিভাবক আবুল হোসেন খান প্রমুখ। বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করেন।
অধ্যক্ষ মো. আব্দুর রহমান আরও জানান, এর আগে ৪ জন শিক্ষার্থী দেশের স্বনামধন্য মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়ায় কলেজের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়। সর্বশেষে পিয়া বগুড়া আর্মি মেডিকেল কলেজে সুযোগ পেয়ে কলেজকে গৌরাবান্বিত করেছেন। এজন্য তাকে সকলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান তালা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য বয়ে এনেছে। বিশেষ করে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় তালা কলেজের ছাত্রীদের সাফল্য স্মরণীয়। গত বছরও এ কলেজ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছেন।