চবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৫৬ শতাংশ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ১৩:৩৯

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে ৫৬ শতাংশ ভর্তিচ্ছু ফেল করেছেন। পাশের হার ৪৪ দশমিক ৪৫ শতাংশ।

২৮ অক্টোবর (রবিবার) সকাল সাড়ে ৯ টায় চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

ফলাফলে দেখা যায়, ১ম বর্ষের স্নাতক শ্রেণিতে ২৭ হাজার ৬৪৮ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে পাস করেছেন ১২ হাজার ২৯০ জন শিক্ষার্থী। ‘খ’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২২১টি।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) জানা যাবে।

ডেপুটি রেজিস্টার(একাডেমিক) এস এম আকবর হোসেন জানান, পাসকৃত শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত