ছাত্রীদের ওপর হামলায় গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:৫৪

জাগরণীয়া ডেস্ক

সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাজারো শিক্ষার্থী।

২৭ অক্টোবর (শনিবার) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এসময় শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান। 

মানববন্ধনে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু বলেন, ছাত্রীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাই।

গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলার সময় বহিরাগত বাহিনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে আক্রমণ চালালে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চললেও আহত শিক্ষার্থীরা শনিবার অংশ নিতে পারেননি। অনেকে আতঙ্কিত হয়ে গণস্বাস্থ্য কেন্দ্র ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। 

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর সকালে সাভারের মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ১৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত পিএইচএ ভবনের মালিকানা দাবি করে কটন টেক্সটাইল ক্রাফটস লিমিটেড নামের ব্যানার ঝুলিয়ে দেয় বহিরাগতরা। সেসময় হামলা চালিয়ে পিএইচএ ভবনের বিভিন্ন কক্ষে থাকা কম্পিউটার, টিভি, মনিটর, রাউটার, মাইক্রোফোন ও জানালার কাচও ভেঙে ফেলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত