রমিজ উদ্দিন কলেজের সামনে জেব্রা ক্রসিং-স্পিড ব্রেকার
প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ১২:৪৭
রাজধানীর কুর্মিটোলার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনের সড়কে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৮ আগস্ট (বুধবার) সকালে এ কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্যানেল মেয়র ওসমান গনি।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম জানান, পর্যায়ক্রমে আমরা সবকটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে জেব্রা ক্রিসিং ও স্পিড ব্রেকার নির্মাণ করবো। আজ রাতের মধ্যে কিছু কাজ সমাপ্ত করে ফেলবো। পাশাপাশি যেসব স্থানে জেব্রা ক্রসিংয়ের রং উঠে গেছে সেগুলো রং করে দেওয়ো হবে। যেখানে স্পিড ব্রেকার নেই সেখানে নির্মাণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলামসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে এই সড়কে র্যাডিসন হোটেলের বিপরীতে কালশী থেকে বিমানবন্দরগামী জাবালে নূর পরিবহনের একাধিক বাস প্রতিযোগিতা করে যাত্রী তুলতে গিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী দিয়া খানম মিম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল করিম রাজীব নিহত হয়। এছাড়া আরও অন্তত ১২-১৩ জন শিক্ষার্থী আহত হয়।