চট্টগ্রামে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ২২:১৩

জাগরণীয়া ডেস্ক

ঢাকায় আন্দোলনরতদের সঙ্গে সংহতি জানিয়ে নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভে নামা শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে। আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। 

৫ আগস্ট (রবিবার) চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। বৈঠকে জেলা প্রশাসক তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে এমন ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে বলে জেলা প্রশাসককে আশ্বস্ত করেন। 

এ প্রসঙ্গে ট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে তাদের উত্থাপিত ৯ দফা দাবির সঙ্গে শিক্ষার্থীরা চট্টগ্রামের জন্য কিছু দাবি উপস্থাপন করেন। এসব দাবিগুলো চট্টগ্রাম সিটি করপোরেশন, নগর ট্রাফিক পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করে পূরণের আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেয়। সোমবার থেকে তারা পুনরায় ক্লাসে ফিরে যাবে।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত