দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আজ
প্রকাশ | ০২ আগস্ট ২০১৮, ১২:৪৯
সরকারের ঘোষণা অনুযায়ী আজ ২ আগস্ট (বৃহস্পতিবার) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর কারণ হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলা হয়েছে।
গত ১ আগস্ট (বুধবার) এ ব্যাপারে শিক্ষা সচিব সোহরাব হোসাইন বলেন, ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকেও একই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
গত চার দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে। এদিকে, সাত দফা দাবি আদায়ে আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।