এইচএসসি ও সমমানের পরীক্ষা
কমেছে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা
প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ১৬:০১
এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা এবার কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
১৯ জুলাই (বৃহস্পতিবার) সচিবালয়ে আনুষ্ঠানিক ফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য দেন।
তিনি বলেন, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে সারাদেশে শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ৪০০ টি। গেল বছর এ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩২টি। ফলে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৩২ টি। এবছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। যা গতবছর ছিল ৭২টি। ফলে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৭টি।
এ বছর মোট প্রতিষ্ঠানের সংখ্যা এবছর বেড়েছে ১৭৪টি। এবছর মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৮৯৪৫টি। যা গত বছর ছিল ৮৭৭১টি।
তিনি বলেন, প্রতিবছর খাতা দেখার মধ্যে কিছু অভিযোগ থাকতো। এবার এ সুযোগ নেই। অনেক বেশি গবেষণা করে শিক্ষার মান বৃদ্ধির বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। তবে মন্ত্রী সামগ্রিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, পাসের হার কমলেও শিক্ষার মান বৃদ্ধির বিষয়কে আমরা পজেটিভলি দেখছি।
তিনি আরও বলেন, যারা পাস করেছে তাদের আমি অভিনন্দন জানাই। তাদের ভবিষ্যত মঙ্গল কামনা করছি। আর যারা পাস করতে পারেনি তাদের ভালভাবে পড়লেখা করার জন্য বলছি।