কোটা সংস্কার: টিএসসিতে আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ
প্রকাশ | ১০ এপ্রিল ২০১৮, ১৭:২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আন্দোলন স্থগিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ চলছে।
কোটার পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়া বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক ঢাবি শিক্ষার্থী বলেন, আমরা চাই কোটার সংস্কার। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। আমাদের কোনো প্রতিনিধি নাই এবং কোনো প্রতিনিধি আমরা পাঠাবো না।
তিনি আরও বলেন, প্রথমত আমরা সরকারের এক মাসের আশ্বাস বিশ্বাস করি না। সরকারকে তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দিতে হবে এবং সাত দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাছাড়া আন্দোলন চালিয়ে যাব এবং অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করব।
১০ এপ্রিল (মঙ্গলবার) সকালে কেন্দ্রীয় কমিটি তাদের বোঝানোর চেষ্টা করলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ সেটি না মেনে সকাল ১১টা থেকে তারা বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে। এক পর্যায়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে চারুকলা পর্যন্ত যান। শাহবাগে পুলিশের অবস্থান দেখে ফিরে এসে টিএসসিতে অবস্থান নেন।
এর আগে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তাহীনতার কথা বলে মানববন্ধন করে রাজু ভাস্কর্যের সামনে।