বিদ্যমান কোটা ব্যবস্থা যৌক্তিক নয়: জাফর ইকবাল
প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৮, ১৮:২৬
বিদ্যমান কোটা ব্যবস্থা কোনোভাবেই যৌক্তিক নয়, স্বচ্ছ নয়। পৃথিবীর অনেক দেশেই কোটা রয়েছে। কিন্তু সেটা যুক্তিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে -বলেছেন দেশের জনপ্রিয় বিজ্ঞান লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
৯ এপ্রিল (সোমবার) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কোটা প্রথার সুযোগে মুক্তিযুদ্ধকে অসম্মান করার একটা সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, মুক্তিযোদ্ধাদের আমরা এতো ভালোবাসি কিন্তু এখন বলার সুযোগ তৈরি হয়েছে, মুক্তিযোদ্ধাদের বাচ্চাকাচ্চাদের জন্যে মেধাবীরা চাকরির সুযোগ পাচ্ছে না। কোটা যদি ভিজিবল একটা জায়গায় থাকতো তবে এভাবে মুক্তিযোদ্ধাদের অসম্মানের সুযোগ তৈরি হতো না।
তিনি আরও বলেন, আমি কোনোভাবেই কোটার পক্ষে না। একটা কোটা একবার ব্যবহার করা যায়। ৪-৫বার ব্যবহার কোনোভাবেই ফেয়ার না।
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন জায়গায় পুলিশি হামলা প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদের ওপর এ হামলা বাড়াবাড়ি। এ হামলার ঘটনায় আমি সত্যিই মর্মাহত।