এইচএসসি ও সমমানের পরীক্ষা

প্রথম দিনে সারাদেশে ৮৯ পরীক্ষার্থী ও ৭ শিক্ষক বহিষ্কার

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৮, ০২:৪৮

অনলাইন ডেস্ক

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বন করায় সারাদেশে ৮৯ পরীক্ষার্থী ও সাতজন শিক্ষককে বহিষ্কার করা হয়। ২ এপ্রিল (সোমবার) সোমবার আট সাধারণ বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক), সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্র, মাদরাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারা দেশে প্রথম পরীক্ষা প্রশ্ন ফাঁসমুক্ত অবস্থায় অনুষ্ঠিত হয়েছে। এবার সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে প্রথম দিন ১০ লাখ ৭৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। মোট ১৩ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এর মধ্যে ঢাকা বোর্ডে সাত পরীক্ষার্থী, যশোর বোর্ডে একজন পরীক্ষার্থী,  সিলেট বোর্ডে  চার শিক্ষক ও এক শিক্ষার্থী, বরিশাল বোর্ডে ছয় পরীক্ষার্থী, দিনাজপুর বোর্ডে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৪০ শিক্ষার্থীকে এবং কারিগরি বোর্ডে ৩২ শিক্ষার্থী এবং তিন শিক্ষককে বহিষ্কার করা হয়।