প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকলে চাকুরিচ্যুতি
প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৮, ২০:২৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮, ২২:১৯
আসছে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস রোধে এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু কিছু শিক্ষক প্রশ্নপত্র ফাঁসে সরাসরি জড়িত। এসব শিক্ষকের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে চাকুরি আর থাকবে না, এমন কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
১৪ জানুয়ারি (রবিবার) জাতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ এ কে এম শামীম ওসমানের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস, এটা একটা দীর্ঘকালের সমস্যা। প্রযুক্তিগত উন্নয়নের কারণে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। দূরের কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরুর দুই থেকে চার ঘন্টা আগে প্রশ্নপত্র প্রেরণ করা হয়। আর এসব ক্ষেত্রেই দেখা যায়, শিক্ষকরা মোবাইল বা অন্য কোন ডিভাইসের মাধ্যমে প্রশ্নের ছবি তুলে অসদুপায় অবলম্বন করেন। সেক্ষেত্রে নিজেরা রোজগার করেন আর সরকারকে বেকায়দায় ফেলেন।
তিনি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের চাকুরিচ্যুতির পাশাপাশি ঐ পরীক্ষা কেন্দ্র বাতিলসহ নানা কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।