আন্দোলনের মুখে ভর্তি ফি কমালো নোবিপ্রবি

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:০৪

জাগরণীয়া ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভর্তি ফি কমিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফি কমানোর ঘোষণার পর মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে ফের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক জানান।

ভর্তি ফি কমানোসহ আট দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৪ ডিসেম্বর (সোমবার) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভর্তি কার্যক্রম চলার সময় ‘বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে’ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

রেজিস্ট্রার বলেন, শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের ভর্তি ফি থেকে ৬ হাজার ৯০০ টাকা কমিয়েছে।

এই টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তুতি দেবে এবং প্রথম দিন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বাড়তি টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ে বিভাগ ভেদে ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি নেওয়া হতো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত