শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটালেন প্রধান শিক্ষক

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৭, ১৬:২৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৭, ১৬:৩১

অনলাইন ডেস্ক

৩য় শ্রেণির ৩ শিক্ষার্থীকে পিটিয়েছেন সাতক্ষীরা সদরের সাতানী-ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

গত ১৪ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে সাতানী-ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

৩য় শ্রেণির নির্যাতিত শিক্ষার্থী রাকিব হোসেন (১০) জানান, মঙ্গলবার টিফিনের পরে ক্লাসের ছেলে-মেয়েরা হৈ চৈ করছিল। এসময় হেড স্যার অফিস থেকে এসে তাকে সহ আর্জিনা ও সারিয়া নামে আরো দুই শিক্ষার্থীকে জুতা দিয়ে পেটাতে শুরু করে।

প্রধান শিক্ষক আব্দুল মান্নান ঘটনার আংশিক স্বীকার করে বলেন, ছেলে মেয়েদের ভয় দেখানোর জন্য আমি জুতা তুলেছিলাম কিন্তু কাউকে আঘাত করিনি।

শিক্ষার্থীদের জুতা উঠানো ঠিক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরণের কোন নিয়ম নেই।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, কোমলমতি বাচ্চাদের শারীরিক ও মানুসিকভাবে নির্যাতনের কোন সুযোগ নেই। কোন শিক্ষক যদি এমন ঘটনা ঘটায় তবে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।