বিএসএমএমইউ’তে আরো ৬টি নতুন বিভাগ চালু হচ্ছে
প্রকাশ | ২১ অক্টোবর ২০১৭, ২০:০৮
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরো ৬টি বিভাগ ও নতুন ৭টি ডিভিশন চালু হচ্ছে।
নতুন বিভাগগুলো হচ্ছে- অবস এন্ড গাইনী বিভাগের অধীনে পরিচালিত-রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফারটিলিটি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, ফিটো-মেটারনাল মেডিসিন; সার্জারি বিভাগের অধীন-হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, কলোরেক্টাল সার্জারি এবং সার্জিক্যাল অনকোলজি।
এছাড়া অনুমোদিত নতুন ডিভিশনগুলো হচ্ছে-শিশু সার্জারি বিভাগের অধীন- পেডিয়াট্রিক ইউরোলজি, পেডিয়াট্রিক সার্জিক্যাল অনকোলজি, নিউনেটাল সার্জারি; রেজিওলজি এন্ড ইমেজিং বিভাগের অধীন-নিউরোরেডিওলজি, ইন্টারভেনশনাল রেডিওলজি, প্যাডিয়াট্রিক রেডিওলজি এবং মাস্কুলোস্কেলেটাল রেডিওলজি।
ইনস্টিটিউট অফ প্যাডিয়াট্রিক নিউরো-ডিসঅর্ডার এন্ড অটিজমকে (ইপনা) ইনস্টিটিউট হিসেবে অনুমোদন দেয়া হয়। এছাড়া হেড-নেক সার্জারিতে ‘ফেলোশিপ ইন হেড-নেক সার্জারি’ এবং সার্জারি বিভাগের অধীনে একটি মিনিমাল ইনভেসিভ সার্জারি সেন্টার-এর অনুমোদন দেয়া হয়।
২১ অক্টোবর (শনিবার) ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল-এর ৫২তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
ওই সভায় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫১টি বিভাগ চালু রয়েছে। বিএসএমএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।