বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনার জন্য গঠিত হচ্ছে কোম্পানি
প্রকাশ | ০৩ জুলাই ২০১৭, ১৬:২৮
সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
৩ জুলাই (সোমবার) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাবটি উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সফল আয়োজন সম্পন্ন হয়েছে। এখন এই স্যাটেলাইট ব্যবস্থাপনার জন্য একটি কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে কোম্পানি গঠনের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, কোম্পানির অনুমোদিত মূলধন হবে পাঁচ হাজার কোটি টাকা। ১০ টাকা মূল্যের ৫০০ কোটি শেয়ার ছাড়া হবে। এই কোম্পানি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি কমিটি হবে। কমিটির সবাই হবেন সরকারি কর্মকর্তা। আর চেয়ারম্যান হবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।