বাজেট ২০১৭-১৮
তথ্য মন্ত্রণালয় পেল ১ হাজার ১৪৫ কোটি ৯৯ লাখ টাকা
প্রকাশ | ০২ জুন ২০১৭, ১৭:১১
অনলাইন ডেস্ক
আগামি ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ১৪৫ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তাবিত বরাদ্দের ৬২১ কোটি ৭৭ লাখ টাকা অনুন্নয়ন ও ৫২৪ কোটি ২২ লাখ টাকা উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বরাদ্দ গত অর্থবছরের সংশোধিত বাজেট ৮৩৩ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকার চেয়ে ৩২২ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকা বেশি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে এ প্রস্তাব করেন।