বাজেট ২০১৭-১৮: স্বর্ণ নীতিমালা হবে

প্রকাশ | ০১ জুন ২০১৭, ২১:০৮

অনলাইন ডেস্ক

জুয়েলারিকে ব্যবসাবান্ধব করতে একটি বাস্তবসম্মত ও যুগোপযোগী স্বর্ণ নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশকালে তিনি এ কথা জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, স্বর্ণ খাতের ব্যবসায়ীদের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে আমরা স্থির করেছি একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে। যাতে এদেশে জুয়েলারি শিল্প বিকাশ লাভ করতে পারে।

দেশের স্বর্ণ ব্যবসায়ীদের দাবির বিষয়টি গুরুত্বারোপ করে এ নীতিমালা করার উপর জোর দেয়া হচ্ছে বলে জানান তিনি।