বাজেট ২০১৭-১৮: কর থেকে অর্থায়নের সিংহভাগ

প্রকাশ | ০১ জুন ২০১৭, ২০:২৮

অনলাইন ডেস্ক

২০১৭-১৮ সালের বাজেটে সিংহভাগই আসছে কর থেকে। আজ ১ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করছেন।

প্রস্তাবিত বাজেটে অর্থায়নের উৎসে শীর্ষে আছে কর। অর্থায়নের ৬২ শতাংশ আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর থেকে। টাকার হিসেবে এর পরিমাণ দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা।

রাজস্ব বোর্ডের ওই করের মধ্যে আছে মূল্য সংযোজন কর ৩৬ দশমিক ৮ শতাংশ, আমদানি শুল্ক ১২ দশমিক ১ শতাংশ, আয়কর ৩৪ দশমিক ৩ শতাংশ , সম্পূরক শুল্ক ১৫ দশমিক ৫ শতাংশ এবং অন্যান্য ১ দশমিক ৩ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ডবহির্ভূত কর থেকে আসবে ২ দশমিক ১ শতাংশ। এসবের মধ্যে আছে মাদক শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব ও স্ট্যাম্প বিক্রয় (নন-জুডিশিয়াল)।

এ ছাড়া অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে ১৫ দশমিক ১ শতাংশ, বৈদেশিক ঋণ থেকে আসবে ১১ দশমিক ৬ শতাংশ, কর ব্যতীত প্রাপ্তি ৭ দশমিক ৮ শতাংশ এবং বৈদেশিক অনুদান ১ দশমিক ৪ শতাংশ।