দাম কমেছে সোনা-রুপার

প্রকাশ : ০৮ মে ২০১৭, ১২:১০

জাগরণীয়া ডেস্ক

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এই সিদ্ধান্ত ৮ মে (সোমবার) থেকে কার্যকর হবে। 

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৪৫ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই ওজনের স্বর্ণের দাম ছিল ভরিপ্রতি ৪৭ হাজার ৬৪ টাকা। 

২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণে কমবে এক হাজার ১০৭ টাকা, যা বিক্রি হবে ৪৩ হাজার ৮৫৬ টাকায়। আজ পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ ছিল ৪৪ হাজার ৯৬৫ টাকা। 

সনাতন স্বর্ণের ক্ষেত্রে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম কমবে ৮১৫ টাকা, যা বিক্রি হবে ৩৮ হাজার ৬৬৬ টাকায়। ৭ মে (রবিবার) পর্যন্ত প্রতি ভরি ১৮ ক্যারেটের স্বর্ণ ৩৯ হাজার ৪৮৩ টাকায় বিক্রি হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রুপার দাম কমছে প্রতি ভরিতে ৫৮ টাকা, যা বিক্রি হবে এক হাজার ৫০ টাকায়। ৭ মে (রবিবার) পর্যন্ত রুপা প্রতি ভরি এক হাজার ১০৮ টাকায় বিক্রি হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত