কন্যাদের জন্য পোস্ট ব্যাংক চালুর পরিকল্পনায় তারানা
প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৭, ১৯:৫৯
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ‘পোস্ট ব্যাংক’-এ ১০ টাকায় হিসাব খোলা এবং ৫ টাকার সঞ্চয়ের মাধ্যমে কন্যা সন্তানদের ভবিষ্যৎ পড়ালেখার পথ সুগম করার পরিকল্পনার রয়েছে। এ পরিকল্পনায় বাবা-মায়েদের জমানো টাকা ১৮ বছর পর কন্যা সন্তানরা হাতে পেলে তার পড়ালেখার খরচ চালিয়ে যেতে পারবেন।
ডাক বিভাগের ১৯টি গাড়ির উদ্বোধন উপলক্ষে ৯ এপ্রিল (রবিবার) জিপিও চত্বরে এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানিয়ে ব্যাংকটির অনুমোদনের উপর জোর দেন তারানা হালিম।
সারাদেশে ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট অফিস স্পেশালাইজড ব্যাংক বা পোস্ট ব্যাংক চালুর পরিকল্পনা নিয়ে এগোনোর কথা আগেই জানিয়ে আসছিলেন তিনি।
পোস্ট অফিস যদি বিশেষ ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে তাহলে আর পেছনে ফিরে তাকাতে হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য সব কাজ শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কাছে ফাইল পাঠাবো, তিনি বিস্তারিত জানতে চেয়েছেন, আমরা এখন বিস্তারিত পাঠাবো।
‘১০ টাকায় অ্যাকাউন্ট খুলতে পারবে। বিশেষ একটি কাজ করতে চাই। যখন পোস্ট ব্যাংক হিসেবে অনুমোদন পাবো। কারণ স্বপ্ন আমাদের দেখতেই হবে, সেটি হবে কন্যার জন্য। এখানে প্রত্যেক বাবা-মা তাদের কন্যার লেখাপড়ার জন্য, আমাদের প্রস্তাবনা থাকবে তারা মাত্র পাঁচ টাকা দিয়েই যেন এ প্রকল্পটি শুরু করতে পারেন।’
তারানা হালিম এ প্রকল্পে সহযোগিতা চান সরকারের।
সরকারের কাছে আমরা প্রস্তাব করবো, সেখানে একটু যদি ইনটেনসিভ দেয়, কন্যার বয়স যখন ১৮ বছর হবে তখন সেটি আমরা কন্যার হাতে তুলে দিতে চাই। এ অংশটি দিয়ে সে ভবিষ্যতের লেখাপড়ার জীবনটি কনটিনিউ করতে পারবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগ মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।