বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি বন্ডের নিলাম
প্রকাশ | ২২ নভেম্বর ২০১৬, ১৬:৪৭
বাংলাদেশ ব্যাংকে ১৫ ও ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের (রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের মধ্যে অনলাইনে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এমআই মডিউলের মাধ্যমে বিড দাখিল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্র এসব তথ্য জানিয়েছে।
আলাদাভাবে দুটি নিলাম অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি নিলামে চলতি বছরের ২৭ এপ্রিল ইস্যু করা ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ২০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড রি-ইস্যু করা হবে। ৮ দশমিক ২৪ শতাংশ কুপন (মুনাফা) হারের ট্রেজারি বন্ডের আইএসআইএন নম্বর বিডি ০৯৩৬৪০১২০৯ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ২০৩৬ সালের ২৭ এপ্রিল।
এ পরিশোধিত সুদ রি-ইস্যু করা বন্ডের প্রথম কুপন (২৭/০৪/২০১৭ তারিখে প্রাপ্য) এর সঙ্গে ফেরত দেওয়া হবে। রি-ইস্যু করা বন্ডের জন্য বার্ষিক ৮ দশমিক ২৪ শতাংশ হারে কুপন/মুনাফা ষান্মাসিক ভিত্তিতে পরিশোধ করা হবে।
নিলামে কেবলমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও (নিজস্ব খাতে বা তাদের ব্যক্তি/প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য) প্রাইমারি ডিলারের মাধ্যমে অকশনে বিড দাখিল করতে পারবেন।