এডিবি’র ১৩০০ কোটি টাকার ঋণ অনুমোদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৬, ১৩:৩৮

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে ১৩২১ কোটি টাকা (১৬৭ মিলিয়ন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলমেন্ট ব্যাংক (এডিবি)।

রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের প্রধান গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি এবং গ্যাস সরবরাহ সম্প্রসারণ বিষয়ক অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় প্রকল্প হিসেবে এডিবি এ ঋণ অনুমোদন দেয়।

আরও প্রায় ৪৭৫ কোটি টাকা (৬০ মিলিয়ন ডলার) ঋণ সহায়তা দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছে।

এডিবি জনায়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। কিন্তু বিদ্যুৎ উৎপদনের জন্য অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ চাহিদামাফিক হচ্ছে না। ফলে তেল এবং ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি নির্ভরশীল হতে হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত