টিআইএন রেজিস্ট্রেশন কিংবা রি-রেজিস্ট্রেশন কিভাবে করবেন
প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৬, ০০:৫১
অনলাইন ডেস্ক
করদাতা হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতে জাতীয় রাজস্ব বোর্ড ই-টিআইএন রেজিস্ট্রেশন পদ্ধতি প্রবর্তন করেছে। বর্তমানে যাদের টিআইএন আছে, তাঁদেরকেও নতুন পদ্ধতির টিআইএন এর জন্য রি-রেজিস্ট্রেশন করতে হবে। টিআইএন রেজিস্ট্রেশন কিংবা রি-রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে http://secure.incometax.gov.bd/TINHome
সংযুক্ত
E-Tin.pdf (Download)