পৌর কর আদায় করবে হিজড়ারা
প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৬, ১৩:১১ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৬, ১৫:৩১
অনলাইন ডেস্ক
পৌর কর আদায়ে হিজড়াদের কাজে লাগানোর কথা চিন্তা করছে রাঙামাটি পৌরসভা।
সোমবার (১৭ অক্টোবর) রাঙামাটি জেলা হিজড়া কমিটির একটি দল পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ তথ্য জানান।
এ সময় হিজড়ারা মেয়রের কাছে সামাজিকভাবে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সমাজে ভালোভাবে বেঁচে থাকতে কোনো কাজে যুক্ত হওয়ারও আগ্রহ পোষণ করেন তারা।
এ সময় মেয়র হিজড়াদের কথা মনোযোগ দিয়ে শুনে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে মেয়র হিজড়াদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন।