বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক চুক্তির খসড়া অনুমোদন
প্রকাশ | ১০ অক্টোবর ২০১৬, ১৭:১৩
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত উৎপাদনশীলতা, সহযোগিতা, উন্নয়নবিষয়ক দ্বিপাক্ষিক চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১০ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২৩ তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
আগামী ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় এ চুক্তি সই হবে। এছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন এবং নাফ নদীর সীমানা নির্ধারণে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তির অনুসমর্থন প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।