বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী
প্রকাশ | ১৪ জুন ২০১৯, ১৬:০০
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪ জুন (শুক্রবার) বিকাল ৩ টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
নিয়ম অনুযায়ী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংবাদ সম্মেলনে বাজেট বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরছেন।
অর্থমন্ত্রীর হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এরমধ্যে এনবিআর সংগ্রহ করবে তিন লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা, যা মোট বাজেটের ৬২ দশমিক ২ শতাংশ। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে এক লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা।
উল্লেখ্য, গত ১৩ জুন বাজেট উপস্থাপনের জন্য হাসপাতাল থেকে সরাসরি সংসদে আসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট উপস্থাপনের সময়ও তিনি অসুস্থ ছিলেন। বাজেট বক্তব্য কিছুটা পড়ে বাকিটা পড়ার জন্য সময় নিলেও পরে আর অসুস্থতার কারণে তিনি বাজেট উপস্থাপন করতে পারেননি।