ঈদের আগে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

প্রকাশ : ২৮ মে ২০১৯, ১৩:৪০

জাগরণীয়া ডেস্ক

আসন্ন ঈদকে সামনে রেখে রেমিট্যান্সের গতি বেড়েছে। আশা করা যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে চলতি মে মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে ১৩৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশ। এ হিসাবে গড়ে প্রতিদিন পাঁচ কোটি ৬২ লাখ ডলারের মতো রেমিট্যান্স এসেছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মে মাস শেষে ১৭০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। মাসের হিসাবে যা এযাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হবে বাংলাদেশে।

রেমিট্যান্সের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত চার বছরের মধ্যে দেশে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। গত ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ছিল এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। এছাড়া সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরের এক হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত