পদ্মা সেতুতে ১১তম স্প্যান, দৃশ্যমান ১৬৫০ মিটার

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৯, ১১:৩৮

জাগরণীয়া ডেস্ক

দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতুর একাদশ স্প্যানটি বসানো হয়েছে। নতুন এই স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ১৬৫০ মিটার।

২৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সেতুর জাজিরা প্রান্তে বসানো হয়। ৩৩ এবং ৩৪ নম্বর পিলারের উপর ১৫০ মিটার দৈর্ঘে্যর নতুন এই স্প্যানটি বসানো হয়। 

সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং (এমবিইসি) সূত্র জানায়, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মাসেতু গড়তে তাদের সবচেয়ে বেশি যুদ্ধ করতে হয়েছে পদ্মার তলদেশে। তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে ১১ পিয়ারের নকশায় পরিবর্তন আনতে হয়েছে। শুরুর দিকে মাওয়া অংশে কাজ বাদ দিয়ে জাজিরা চলে যেতে হয়েছে। তারপর বছরখানেক পর পুনরায় পিয়ার ডিজাইন হাতে পাওয়ার পর মাওয়া অংশে কাজ শুরু হয়। পদ্মাসেতুর পিলার ৪২টি যার মধ্যে ২২টির নির্মাণ শেষ। আগামী জুন মাসের মধ্যে বাকি আরও ১০টির নির্মাণকাজ শেষ হয়ে যাবে। তখন আরও গতিতে স্প্যান বসানো যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

এর আগে গত ১০ এপ্রিল মাওয়া প্রান্তে বসানো হয় সেতুটির দশম স্প্যান। এবারই প্রথম এক মাসে দুইটি স্প্যান বসানো হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত