রেমিট্যান্স আহরণে এবারও বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ

প্রকাশ : ১০ এপ্রিল ২০১৯, ১৯:১০

জাগরণীয়া ডেস্ক

রেমিট্যান্স আহরণে এবারও বিশ্বের শীর্ষ দশের মধ্যে রয়েছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০১৮ সালে বাংলাদেশে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, ২০১৭ সালে ছিল ১৩ বিলিয়ন ডলার। তবে উভয় বছরেই বাংলাদেশের অবস্থান নবম।

গত ৮ এপ্রিল (সোমবার) বিশ্বব্যাংকের অভিবাসন ও রেমিট্যান্স বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রবাসীরা তাদের নিজ দেশে ৬৮৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। সারাবিশ্ব থেকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো গতবছর ৫২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ দেশে এসেছে ৩৩৫ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, গতবছর সবচেয়ে বেশি ৭৮ দশমিক ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে ভারত। রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটিতে ৬৭ দশমিক ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকো। চলতি ২০১৯ সালেও রেমিট্যান্সের এ অবস্থা বজায় থাকবে বলে মনে করছে বিশ্বব্যাংক। চলতি বছর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ৫৫০ বিলিয়ন ডলার রেমিট্যান্স যাবে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত