খাদ্যে ভেজাল: অর্থদণ্ড আদায় ০৫ কোটিরও বেশি

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ১৮:৪২ | আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১৯:০০

অনলাইন ডেস্ক

তিন বছর সাত মাসে খাদ্যে ভেজালের কারণে মামলা হয়েছে সাত হাজার ৬৫০টি অর্থদণ্ড আদায় করা হয়েছে পাঁচ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৩৪০ টাকা।

১০ এপ্রিল (বুধবার) দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি জানান, ২০১৫ সালের আগস্ট থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত সারাদেশে খাদ্যে ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে চার হাজার ৫০৯টি। এতে দণ্ডিত ব্যক্তির সংখ্যা সাত হাজার ৫৬২ জন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক এবং জঙ্গিবাদ নির্মূলের মতো খাদ্যে ভেজাল নির্মূলেও সারাদেশে অভিযান জোরদার করা হচ্ছে। খাদ্যে ভেজাল ও দূষণ রোধে জিরো টলারেন্স প্রদর্শন করা হবে। এসময় তিনি এ কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, যিনি বিক্রেতা তিনিও কিন্তু ভোক্তা এবং ভেজাল দ্রব্যই খাচ্ছেন। সবাই সচেতন না হলে এ অভিযান সফল করা সম্ভব হবে না।