'সমতার ভিত্তিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে'
প্রকাশ | ০৭ মার্চ ২০১৯, ১৬:৪৪
নারী পুরুষের সমতার ভিত্তিতে সকল পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে জাতীয় অগ্রগতি ত্বরান্বিত হবে- এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে সিএসই সম্মেলন কক্ষে আয়োজিত 'রিং দ্যা বেল ফর জেন্ডার ইক্যুয়েলিটি' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বেগম সাবিহা মুসা।
অনুষ্ঠানে এম সাইফুর রহমান মজুমদার বলেন, "সাসটেইনেবল গোলসের অন্যতম হচ্ছে জেন্ডার ইক্যুয়েলিটি। এর জন্য সচেতনতা তৈরি করতে হবে যার যার অবস্থান থেকে। সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্বের সমান সুযোগ তৈরি করতে হবে"।
এছাড়াও অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ, নারী উদ্যোক্তা, সংগঠকসহ বিভিন্ন পেশার শতাধিক প্রতিনিধি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেন, নারীও মানুষ- এ সচেতনতা আনতে হবে। এ শিক্ষা মানে সনদ নয়, আত্মোপলব্ধি।
শিক্ষাবিদ দিলরুবা আহমেদ বলেন, এখন আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি না, বলি ইক্যুয়েলিটির কথা। নারী-পুরুষ হাতে হাত ধরে এগুতে হবে।
বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, শিক্ষিত নারীরা অর্থনৈতিক কাজে পিছিয়ে আছে আবার গ্রামের গরিব নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পরনির্ভরশীল হলে ক্ষমতায়ন হবে না। গৃহিণীরা নিজেদের ছোট ভাবলে হবে না। তার কাজটা আরেকজন করলে টাকা খরচ হতো। আপনার বেড়ে ওঠা ও পড়াশোনায় রাষ্ট্রের বিনিয়োগ আছে। তা কাজের মাধ্যমে রিটার্ন দিতে হবে।
ডিজাইনার আইভী হাসান বলেন, নারীরা এখনো নিরাপদ নয়। শিশু থেকে শুরু করে সব বয়সী নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। নারী মানে ভোগ্যপণ্য- এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা সুলতানা বলেছেন, নারীদের গণ্ডীর ভেতর আটকে রাখা হয়েছিল। কিন্তু ক্রমে তারা বেরিয়ে আসছে। সম্মিলিতভাবে নারীরা এগিয়ে গেলে কোনো বাধাই আর বাধা থাকবে না।