দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩

অনলাইন ডেস্ক

বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরি এবং দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রিয়া।

২০ ফেব্রুয়ারি (বুধবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি। সেই সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে কমন প্লাটফর্ম থেকেও ভূমিকা রাখার কথা বলেন কেনেসি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের বলেন, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রী উন্নয়নের যে রোডম্যাপ তৈরি করেছেন সেগুলোর জন্য বিভিন্ন ধরনের বিনিয়োগ এবং বাণিজ্য বাড়ানো দরকার। অস্ট্রিয়া আমাদের সাহায্য করতে চায়। বাংলাদেশ থেকে ভিয়েনা সরাসরি বিমান চলাচলের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। 

তিনদিনের সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি। তিনি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রিয়া বিজনেস ফোরামের সেমিনারে যোগ দেবেন। ঢাকায় মহান শহীদ দিবসের অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা রয়েছে তার।