লেনদেন বেড়েছে ঢাকায়, চট্টগ্রামে কম
প্রকাশ | ০৯ আগস্ট ২০১৬, ১৪:২৭
সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৯ পয়েন্টে হয়েছে।
এদিন ৪৬৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০.৭৬ শতাংশ বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪ পয়েন্ট হয়েছে।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৬.৬৪ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।