গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৬
অনলাইন ডেস্ক
গ্যাসের দাম বাড়ানো নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)র কাছে প্রস্তাব করেছে তিতাসসহ বিতরণ কোম্পানিগুলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে গ্যাসের মূল্য বৃদ্ধি ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। প্রস্তাবগুলো নিয়ে গণশুনানিতে বসার পরিকম্পনা করছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।
সূত্র জানায়, নতুন প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে বাসাবাড়ির এক বার্নারের দাম ৭৫০ থেকে বেড়ে এক হাজার টাকা হবে। দুই বার্নার চুলার বিল ৮০০ থেকে বেড়ে ১২০০ টাকা হবে। এ ছাড়া দাম বাড়বে বিদ্যুৎকেন্দ্র, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, শিল্প ও সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম।