৩০ জানুয়ারি মুদ্রানীতি ঘোষণা

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:৪৮

অনলাইন ডেস্ক

বিভিন্ন লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন না এনে আগামী ৩০ জানুয়ারি চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মুদ্রানীতির কৌশল নির্ধারণে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে সরকারি খাতে ১০ দশমিক ৪০ শতাংশ ঋণ বাড়ানোর লক্ষ্য ধরা হলেও তা বেড়েছে ১২ দশমিক ৫১ শতাংশ। ডিসেম্বর পর্যন্ত এই মুদ্রানীতিতে বেসরকারি খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয় ১৬ দশমিক ৮০ শতাংশ। তবে অর্জিত হয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ। 

এছাড়া এবারের বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫০ শতাংশে সীমিত রাখার সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে। ডিসেম্বর পর্যন্ত গড় মূল্যস্ম্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ।