‘২০৩৩ সালে বাংলাদেশ হবে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ’

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৯, ১৪:৪৮

জাগরণীয়া ডেস্ক

বর্তমান অর্থনীতির ধারা অব্যাহত থাকলে ২০৩৩ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ-যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ 'সিইবিআর' এর এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

চার্টার্ড ইনস্টিটিউট অব বিল্ডিংয়ের অর্থায়নে সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ এবং গ্লোবাল কনস্ট্রাকশন পার্সপেক্টিভস যৌথভাবে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল’ (ডব্লিউইএলটি) এ তথ্য প্রকাশ করে।  সেই টেবিল থেকে পূর্বাভাস দেয়া হয়, ২০২৩ সালে বিশ্বের ৩৬তম, ২০২৮ সালে ২৭তম এবং ২০৩৩ সালে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। প্রতিবেদনে আরও বলা হয়,  বাংলাদেশ গত এক দশকে ৬.৩ শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় বাড়ায় বাংলাদেশ ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের বিবেচনায় নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।     

‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল’ বলছে, ২০৩৩ সালে বিশ্বের তিন শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন, যুক্তরাষ্ট্র ও ভারত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত