১৫ শতাংশ রেমিটেন্স বেড়েছে বিদায়ী বছরে

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪৯

জাগরণীয়া ডেস্ক

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ ২০১৭ সালের তুলনায় ১৫ শতাংশ বেড়ে বিদায় নিয়েছে ২০১৮ সাল।

২০১৮ সালে প্রবাসীরা এক হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ (১৫.৫৪ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন যা ২০১৭ সালের তুলনায় ১৫ শতাংশ বেশী। বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। 

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য সাফল্য রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে সহায়তা করেছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবা ব্যক্ত করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত