মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সাড়ে ৬ কোটি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৮, ২০:০৭

জাগরণীয়া ডেস্ক

দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সাড়ে ৬ কোটি এবং প্রতিদিন গড়ে ০১ হাজার কোটি টাকা মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদন এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের অক্টোবরের শেষে মোবাইল ব্যাংক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৫০ লাখ এবং গড়ে প্রতিদিন লেনদেন হয় এক হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকিং সুবিধাকে সব শ্রেনীর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালুর অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ব্যাংকগুলো বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সঙ্গে চুক্তিবদ্ধ হয় এবং সেবা দেয়া শুরু করে।  ডাচ্-বাংলা ব্যাংক প্রথম এ সেবা চালু করলেও লেনদেনে এগিয়ে আছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ। মোবাইল ব্যাংকিং লেনদেনের  ৫৫ শতাংশ হয় বিকাশের মাধ্যমে।  ৩৮ শতাংশ লেনদেন করে দ্বিতীয় অবস্থানে আছে ডাচ্-বাংলা ব্যাংকের রকেট। অন্যান্য ব্যাংক বাকি সাত শতাংশ মার্কেট শেয়ার করছে।

উল্লেখ্য, বিশ্বে মোবাইল ফোন ব্যবহারকারীর ৮ শতাংশই হচ্ছে বাংলাদেশি। এখন পর্যন্ত ২৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের অনুমতি নিলেও বর্তমানে চালু করেছে ২০টি ব্যাংক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত