আয়কর মেলায় রেকর্ড পরিমাণ রাজস্ব

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ১৭:৪১

অনলাইন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বছর আয়কর মেলা থেকে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। সাতদিনব্যাপী চলা আয়কর মেলা থেকে প্রতিষ্ঠানটির তহবিলে জমা পড়েছে ২ হাজার কোটি টাকারও বেশি। যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৩৫ শতাংশ বেশি।

১৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, এবারের ৯ম আয় মেলায় রাজস্ব আদায়ের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে সারাদেশে সেবা নিয়েছেন প্রায় ১৬ লাখ করদাতা।

এনবিআরের তথ্য অনুযায়ী,  নবম আয়কর মেলায় ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গত বছরের চেয়ে এর পরিমাণ ২৫১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৬৭৪ টাকা বেশি। সে হিসাবে এবারের মেলায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১১ দশমিক ৩৫ শতাংশ।

এছাড়া মেলায় রিটার্ন দাখিল করেছেন ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন করদাতা। গত বছরের চেয়ে এবার ১ লাখ ৫২ হাজার ৮৬টি বেশি রিটার্ন জমা পড়েছে। রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি ৪৫ দশমিক ৩৩ শতাংশ। আর নতুন করে করের আওয়াতায় (ই-টিআইএন) এসেছেন প্রায় ৪০ হাজার মানুষ, এটিও গত বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি। মেলায় ই-টিআইএন নিয়েছেন ৩৯ হাজার ৭৪৩ জন। এই সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ১০ হাজার বেশি। নিবন্ধন নেওয়ার প্রবৃদ্ধি ৩৫ দশমিক ৮৫ শতাংশ।